Posts

ভ্রমণ

Ghost.

December 29, 2025

Jiniya Akther

16
View

 শেষ বাসস্টপ
গ্রামের শেষ প্রান্তে একটা পুরোনো বাসস্টপ ছিল। সন্ধ্যার পর কেউ ওদিকে যেত না। সবাই বলত, ওখানে নাকি কিছু একটা আছে।
একদিন রাকিব দেরি করে বাড়ি ফিরছিল। হঠাৎ বৃষ্টি নামল। আশ্রয়ের জন্য সে সেই পুরোনো বাসস্টপে দাঁড়াল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ।
হঠাৎ রাকিব দেখল—একজন মেয়ে সাদা শাড়ি পরে বেঞ্চে বসে আছে। মুখটা নিচু করা।
রাকিব সাহস করে জিজ্ঞেস করল,
“আপনি এখানে একা?”
মেয়েটা ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক কালো। সে ফিসফিস করে বলল,
“আমি প্রতিদিন এখানে বাসের অপেক্ষা করি… কিন্তু বাস আর আসে না।”
রাকিব ভয় পেয়ে দৌড়ে পালাল। পরদিন গ্রামবাসীদের কাছে সে সব বলল। তখন এক বৃদ্ধ বললেন,
“ও মেয়েটা দশ বছর আগে এখানে বাস দুর্ঘটনায় মারা গেছে। সেই থেকে সে এখনো বাসের অপেক্ষায় আছে…”
সেই দিন থেকে রাকিব আর কোনোদিন সন্ধ্যার পর ঐ রাস্তা দিয়ে যায়নি।
আর বাসস্টপটা এখনো খালি পড়ে আছে… কিন্তু রাতে নাকি এখনো কেউ সেখানে বসে থাকে।
 👻

Comments

    Please login to post comment. Login