পেলে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ফুটবলার ছিলেন তা সকলেই জানেন। তবে তিনি যে একজন লেখক ছিলেন এই বিষয়ে বেশিরভাগ মানুষই জানেন না। ব্রাজিলিয়ান এই ফুটবল সুপারস্টার কিন্তু খেলার বিষয়ে বেশ কয়েকটি বই লিখেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) পেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। কিংবদন্তি এই ফুটবলার ২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান। তিনি শিশুদের জন্য ‘ফর দ্য লাভ অব সকার’ নামে একটি বই লিখেছেন। খেলাধুলা সম্পর্কিত শিশুতোষ এই বইয়ের ছবিগুলি এঁকেছেন ফ্র্যাঙ্ক মরিসন। বইটি ২০১০ সালের মে মাসে প্রকাশিত হয়। অনেকেই বইটির প্রশংসা করেছেন। যেকোনো বয়সের ফুটবল উৎসাহীদের জন্য বইটি অবশ্যই পড়া উচিত বলে উল্লেখ করেছেন তারা।
এদিকে চার বছর পর অর্থাৎ ২০১৪ সালে তিনি প্রাপ্তবয়স্কদের জন্য একটি বই প্রকাশ করেন। ‘হোয়াই সকার ম্যাটারস’ নামের আত্মজীবনীমূলক বইটিতে তার সহলেখক ছিলেন ব্রায়ান উইন্টার। এছাড়া ‘পেলে: দ্য অটোবায়োগ্রাফি’, ‘লার্নিং সকার উইথ পেলে’ নামের বই দুটিও পেলে নিজেই লিখেছেন।
আজ থেকে তিন বছর আগে তারকা এই ফুটবলারের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইটারে লিখেছিলেন, ‘পেলে ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন, যিনি এই সুন্দর খেলাটি খেলেছেন। বিশ্বের অন্যতম স্বীকৃত ক্রীড়াবিদ হিসাবে মানুষকে একত্রিত করতে খেলাধুলার শক্তি সম্পর্কে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন।'
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস