'জীবন দর্শন'
বেঁচে থাকাই জীবন কিংবা জীবন নিছক ভ্রম,
জীবন মানেই আগাগোড়া নিরর্থক এক শ্রম।
জীবন চলে নদীর মতো, মানুন আর না মানুন
সেই জীবনেই থাকে কিছু কঠিন নিয়মকানুন।
নিয়মকানুন ছুড়ে দিলে জীবন অনেক সোজা
নিয়মগুলো আঁকড়ে নিলে বিরাট বড় বোঝা।
জীবন অনেক ভুলের মাঝে গুটিকয়েক শুদ্ধ,
কারো কাছে জীবন হলো— আমৃত্যু এক যুদ্ধ।
জীবন রাখতে ক্ষুধা পেলে প্রচুর খাবার খাই,
জীবন মানে এখন আছি, একটু পরেই নাই!
জীবনটা ভাই অহর্নিশি সুখের খোঁজে চলা,
জীবন হলো নিজের সাথে নিজেই মিথ্যে বলা।
সময় মেনে চলে জীবন; তবুও সময় অল্প,
ফুরিয়ে গেলেই জীবনটা এক অসমাপ্ত গল্প।
প্রতিক্ষণেই সকল মানুষ জীবন নিয়ে ভাবে,
ভাবনাচিন্তা করেই সবাই জীবনটা কাটাবে।
অনেক ভাবার পরেও যখন হিসাব হবে ফাঁকা
বুঝবে সেদিন, জীবন হলো বিশাল বড় ধোঁকা।