মহাকালের শুরু হলো সময় নিয়ে হাতে,
তখন থেকেই চলছে সময় সকল কিছুর সাথে।
সময় হলেই সূর্য ওঠে ছড়িয়ে দিয়ে আলো
ফুরিয়ে গেলে সময়—তখন চতুর্পাশে কালো।
দশটি মাসের সময় মেপে গর্ভবাসে ছিলাম
আজব একটি সময় হলে এই ভুবনে এলাম।
সময় দেখেই শুরু হলো জীবন পথে হাঁটা
এই জীবনে সময় একটি অচিন ঘড়ির কাঁটা।
চলার পথে নিচ্ছে সময়- নতুন নতুন মোড়
হিসেব করেও পাইনা খুঁজে সময়ের এক ফোঁড়।
সময় নিয়ে ভাবছি অনেক; আসবে সময় কবে
কোন সময়ে আমার সাথে দারুণ কিছু হবে।
যখন কিছুই পাই না খুঁজে খারাপ সময় তখন,
আবার নাকি শুভ সময়—ভালো থাকি যখন!
সময় একটি মাত্রা বিশেষ; ভালো খারাপ নয়
সময় নিয়ে তবুও সবার জুজুবুড়ির ভয়।
দম ফুরোলেই সময় খতম; দম ফুরোলেই শেষ,
এখন একটা দারুণ সময়; তাইতো আছি বেশ।
সময় স্রোতে যাচ্ছি ভেসে জীবন নদীর বাঁকে
মাঝে মাঝে থাকছি থেমে অসময়ের ফাঁকে।
সময় গেলে হয়না সাধন—বলেছিলেন সাঁই;
সময় মানে এখন আছি; একটু পরেই নাই।
সময় হলো জীবনের এক সহজ-সরল বোধ
সময় এলেই মিটিয়ে নেবো সকল প্রতিশোধ।
জীবন হলো সময় নামক অদেখা ঘোরপ্যাঁচ
খেলছি সবাই সময়ের এক দীর্ঘতম ম্যাচ।
শেষ সময়ে উঠবে সবার শেষ বাঁশিটা বেজে
নতুন পথে চলবে সবাই নতুন সাজে সেজে।
সময়ের গান যাচ্ছি গেয়ে নতুন নতুন সুরে
সময় হলেই পালিয়ে যাবো জীবন থেকে দূরে।
এতকিছু ভেবে ভেবে সময় যাচ্ছে কমে
সময় এলেই যাবে সময় নিজে থেকেই থেমে।