Posts

বিশ্ব সাহিত্য

উষ্ণতা চাই

January 1, 2026

Swapon Biswas

16
View

উষ্ণতা চাই 
.........
নতুন বছর মানে
আমি ভান করছি না সব ঠিক আছে।
আমি ক্লান্ত, পৃথিবীও ক্লান্ত—
আমরা দু’জনেই একটু উষ্ণতা চাই।
অন্ধকার সরাতে আলো লাগে না সবসময়,
কখনো লাগে কেবল
একটা নিঃশ্বাস,
একটা কাছাকাছি থাকা শরীর,
যেখানে লুকোতে হয় না।
যেখানে প্রশ্ন নয়, থাকে উপস্থিতি—
নীরব হাতের স্পর্শে
দিনের ভার নামিয়ে রাখা যায়।
যেখানে বলা লাগে না “আমি ঠিক আছি”,
কারণ ক্লান্তিও সেখানে গ্রহণযোগ্য।
নতুন বছর মানে
বাঁচার নতুন কৌশল নয়,
বরং একটু সত্যি হওয়া—
যে পাশে আছে তার সঙ্গে।
এইটুকুই হোক শুরু।
.......... স্বপন বিশ্বাস 
০১/০১/২০২৬

Comments

    Please login to post comment. Login