Posts

গল্প

বৃদ্ধ বয়স

January 1, 2026

afrin jahan

7
View

বৃদ্ধ  বয়সে মানুষ  ফেলনার মত, মন চাইলেই ফেলে দেয়া যায় বিশেষ  করে সন্তান দের কাছে বোঝা।আফনান সাহেব সরকারি হাই স্কুলের একজন শিক্ষক ছিলেন, দুই ছেলে এক মেয়ে ছেলে একজন ডাক্তার একজন ব্যবসায়ী, মেয়ে আমেরিকা থাকে, সুখের সংসার  ছিলো তাদের, ছেলে মেয়ে কে মানুষ  করলেন, পেনশন এর টাকা দিয়ে ছেলে কে বিদেশ পাঠিয়েছিলেন পড়াশোনা করার জন্য,এখন কেউ খোজ নেয় না, মেয়ে এসে বাবা কে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আফরাব সাহেব এর সময় কাটা তবসি হাতে, গেট এর দিকে চেয়ে থাকেন যদি ভুল ক্রমে তার ছেলে মেয়ে রা দেখতে আসেন, দিনের পর দিন চলে যায় বছর এর পর বছর কেউ আসেন না,তার অপেক্ষার ও শেষ হয়না, তিনি আশা করে বসে থাকেন কেউ না কেউ তার খোজ নিতে আসবে,অনেক দিন পর একদিনফোন আসল,ওপার থেকে কন্ঠ ভেসে আসলো তার মেয়ের, বাবা অনেক ব্যস্ত থাকি তোমার নাতি দের পরাশুনা সময় করে তোমার খোজ নিতে পারিনা,বাবা আফতাব সাহেব দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন মা সব সময় চাইলেও খোজ নেয়া যায়না, যেনো বাচ্চা দের মত আবদার করে বসেন তোরা একবার দেশে আয় না মা,মেয়ে চুপ থাকে, তারপর বলে বাবা দেশে গেলে অনেক খরচ তোমার জামাই এতো টাকা  খরচ করে যেতে চায়না,আফতাব সাহেবের আজ কে নিজেকে ভীষণ  অসহায় লাগে , মনে হয় তার কেউ নাই এই দুনিয়ায়  বড্ড অসহায় তিনি.....

Comments

    Please login to post comment. Login