Posts

নিউজ

২০২৬ সালে কপিরাইটের মেয়াদ শেষ হয়েছে যেসব বইয়ের

January 1, 2026

নিউজ ফ্যাক্টরি

26
View

প্রতি বছর কপিরাইটের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে একটি নতুন বই পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। এর ফলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেশ কিছু আইকনিক বই পাবলিক ডোমেইনে প্রবেশ করেছে। একটি বই একবার পাবলিক ডোমেইনে প্রবেশ করলে কেউ সেটির কপিরাইট দাবি করতে পারে না। ফলে যে কেউ এটি কপি করতে পারে। বিনামূল্যে প্রকাশ করতে পারে। এটি অবলম্বনে নতুন কোনো বইও লিখতে পারে। 

২০২১ সালে মার্কিন উপন্যাসিক এফ. স্কট ফিটজজেরাল্ড এর জনপ্রিয় উপন্যাস ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এর কয়েকটি রিমিক্স প্রকাশিত হয়। এগুলোর মধ্যে ‘সেলফ মেড বয়েজ: এ গ্রেট গ্যাটসবি রিমিক্স’ এবং ‘দ্য চুজেন এন্ড দ্য বিউটিফুল’ উল্লেখযোগ্য।   

প্রতি বছরের ১ জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইন দিবস পালিত হয়। ডিউক ল স্কুলের সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য পাবলিক ডোমেইন কিছু উল্লেখযোগ্য বই তালিকাভুক্ত করেছে, যার কপিরাইট এই বছরের প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারিতে কপিরাইটের মেয়াদ শেষ হয়ে যাওয়া বইগুলোর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:   

১. আগাথা ক্রিস্টির লেখা ‘দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ’ 

২. ক্যারোলিন কিনের প্রথম চারটি ন্যান্সি ড্রু বই

৩. ওয়াটি পাইপারের লেখা  ‘দ্য লিটল ইঞ্জিন দ্যাট কুড’ 

৪.নোবেলজয়ী উইলিয়াম ফকনারের লেখা ‘অ্যাজ আই লে ডাইং’ 

৫. ড্যাশিয়েল হ্যামেটের ‘দ্য মাল্টিজ ফ্যালকন’ 

৬. নোয়েল কাওয়ার্ডের ‘প্রাইভেট লাইভস’ 

৭. টি.এস. এলিয়টের কবিতা ‘অ্যাশ ওয়েনেসডে’  

৮. এভলিন ওয়াহ এর ‘ভাইল বডিস’ 

৯. এডনা ফেরবারের 'সিমারন'

১০. ডব্লিউ. সমারসেট মমের 'কেকস অ্যান্ড অ্যালে'

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login