Posts

চিন্তা

আমার মনে হয়, তুমি তখনই বুঝবে যখন মৃত্যুর মূল্য তোমার কাছ থেকে আদায় হবে-

January 2, 2026

ফারদিন ফেরদৌস

67
View

৫.৯৭২ সেক্সটিলিয়ন কিলোগ্রাম বা প্রায় ১৩.১ সেপ্টিলিয়ন পাউন্ডের সমান হলো পৃথিবীর ভর। আর মানুষের Soul বা আত্মার ভর কত? আধুনিক বিজ্ঞান আত্মার অস্তিত্বকে পরিমাপ করতে পারে না, কারণ এটি কোনো ভৌত পদার্থ নয়। অর্থাৎ মানুষের আত্মার কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক ওজন নেই।

১৯০১ সাল থেকে, যেদিন ম্যাসাচুসেটসের হাভারহিলের চিকিৎসক ম্যাকডোগাল ডানকান (MacDougall Duncan) বৈজ্ঞানিকভাবে আত্মার ওজনকে মাপা যায় কি না, এ বিষয়ের উপর চিন্তাভাবনা করেন। এরপর এ নিয়ে গবেষণা চালিয়ে যান তিনি। ১৯০৭ সালে অর্থাৎ যে বছর আইনস্টাইন তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের উপর মাধ্যাকর্ষণের সুত্র প্রয়োগ করেন, সেই বছরই ম্যাকডোগাল 'আমেরিকান মেডিসিন' এ তার গবেষণালব্ধ ফল প্রকাশ করেন। এ বৈজ্ঞানিক পরীক্ষা থেকে ম্যাকডোগাল এই হাইপোথেসিস দেন যে,  আত্মার শারীরিক ওজন আছে।

কী করে তিনি মাপলেন এই ওজন? তিনি একটি পরীক্ষা করলেন -মানুষের আত্মা মানুষকে ছেড়ে চলে যাওয়ার তাৎক্ষণিক মুহুর্তে এর ওজন মাপার চেষ্টা করেন। মৃত্যু অবধারিত এরকম ছয়জন রোগীর উপর তিনি এই গবেষণা চালান। তিনি দেখতে পান, ছয়জন মৃত্যুপথযাত্রীর একজন মারা যাওয়ার সাথে সাথে, এক আউন্সের তিন চতুর্থাংশ (২১.৩ গ্রাম) ওজন হারায়। তার এই পরীক্ষার নাম পরবর্তীতে '২১ গ্রাম পরীক্ষা' নামে বিখ্যাত হয়।

২০১৫ সালে Niykee Heaton-এর একটি জনপ্রিয় গান '২১ গ্রাম' যার একটি লাইন এরকম, 'আমি শুধু তোমার আত্মাকে আমার হাতে চাই, অনুভব করতে চাই তোমার ২১ গ্রাম ভর' (I just want your soul in my hands, /feel your weight of 21 grams).

আত্মার ওজন আছে, এবং বিশেষ করে এর ওজন ২১ গ্রাম-  এই ধারণাটি দিনে দিনে সারা পৃথিবীর মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, ২০০৩ সালে '২১ গ্রাম' নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। বোঝাই যাচ্ছে আত্মার ওজন আছে এবং এর ওজন ২১ গ্রাম, এমন বিশ্বাস জনমনে আজ প্রায় প্রতিষ্ঠিত। যদিও বৈজ্ঞানিকভাবে এই তত্ত্ব আজও অমিমাংসিত।

মিথের মতো করে ধরে নেই আত্মার ওজন মাত্র ২১ গ্রাম। এই ২১ গ্রাম দিয়েই ১৩.১ সেপ্টিলিয়ন পাউন্ডের পৃথিবী বদলে দিতে মানুষ। বদলে দেয়ার সক্ষমতা নির্ধারিত হয় বুদ্ধিমত্তায়। পৃথিবীর নিজের পরহিত স্বভাবগত কারণে ওই বুদ্ধিটা আবার দিয়ে রেখেছে মানুষের মধ্যে। মানুষ তার আত্মার ক্রিয়াকলাপ নিয়ে গর্ব করবার সমূহ মওকা নিজের করে নিয়েছে।

ফার্সি কবি জালালুদ্দিন মুহাম্মদ রুমি বলতেন, জানো তুমি কে? তুমি হচ্ছ একটা ঐশ্বরিক চিঠির খসড়া, তুমি একটা আয়না আর দেখাচ্ছ একটা মহৎ চেহারা, মহাবিশ্ব তোমার বাইরে নয়, নিজের আত্মার ভিতরে তাকাও, তুমি যা চাও সবই তুমি নিজে!

রুমি আবার বললেন, যদি তুমি কারো আত্মা তথা হৃদয়কে জয় করতে চাও, তবে প্রথমে নিজের অন্তরে ভালোবাসার বীজ রোপণ করো। আর যদি তুমি মোক্ষ তথা স্বর্গলাভ করতে চাও তাহলে অন্যের পথে কাটা বিছানো ছেড়ে দাও।

মিস্টিক কবি লালন ফকির-এর বিখ্যাত গান একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনারে চেনা -আত্মোপলব্ধি বা আত্মজ্ঞানের মর্মবাণী। বাউল দর্শনে, নিজ আত্মার স্বরূপ (যা পরমাত্মার অংশ) জানতে পারলে সৃষ্টিকর্তা বা অচেনা ঈশ্বরকে চেনা যায়। এটি বাহ্যিক উপাসনার বদলে অন্তরের মানুষকে খোঁজার ও নিজেকে চেনার বার্তা দেয়। লালন বলেন:
সে যে আত্মারূপে কর্তাহরি,
মনে নিষ্ঠা হলেই মিলবে তারি 
ঠিকানা।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'আত্মার সীমা' প্রবন্ধে বলেন, 'আমরা মনের মধ্যে যাহা অনুভব করি কার্যই তাহার বাহ্য প্রকাশ। এই জন্য আমাদের অধিকাংশ অনুভব কাজ করিবার জন্য ব্যাকুল, আবার কাজ যতই সে করিতে থাকে ততই সে বাড়িয়া উঠিতে থাকে। আমাদের আত্মাও সেইরূপ সর্বাপেক্ষা অনুকূল অবস্থায় নিজেকে প্রকাশ করিতে চায়। এবং সেই প্রকাশচেষ্টা-রূপ কার্যেতেই তাহার উত্তরোত্তর পুষ্টিসাধন হইতে থাকে।

আমরা জানলাম ভালো কাজে আত্মা পরিপুষ্ট হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.-কে প্রশ্ন করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে ভালো? রাসূল সা. বললেন, ‘অন্যকে আহার দেওয়া ও পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া।’ (বুখারি শরিফ, হাদিস : ১২)। সালাম দেয়া মানে অন্যের শান্তি ও সুখ কামনা করা।

উপনিষদ অনুযায়ী, আত্মজ্ঞান লাভ বা ‘আত্মোপলব্ধি’ই হলো শ্রেষ্ঠ ভালো কাজ। অজ্ঞানতা দূর করে ব্রহ্মের সাথে আত্মার একত্ব অনুধাবন, নিস্পৃহভাবে কর্তব্য পালন, এবং আত্মসংযমই (দমন, দান, দয়া) ভালো কাজ হিসেবে গণ্য।

Masters of war শীর্ষক গানে বব ডিলান তাইতো যথার্থই বলেছেন,
Let me ask you one question
Is your money that good?
Will it buy you forgiveness
Do you think that it could?
I think you will find
When your death takes its toll
All the money you made
Will never buy back your soul.
(তোমাকে একটা প্রশ্ন করি-
তোমার টাকা কি সত্যিই এত শক্তিশালী?
এটা কি তোমাকে ক্ষমা কিনে দিতে পারবে?
তুমি কি সত্যিই তাই মনে করো?
আমার মনে হয়, তুমি তখনই বুঝবে
যখন মৃত্যুর মূল্য তোমার কাছ থেকে আদায় হবে-
তুমি যতই টাকা উপার্জন করো না কেন,
সে টাকা কখনোই তোমার আত্মাকে ফের কিনে দিতে পারবে না।)

মানুষের আত্মার মর্তবা বিশাল, কিন্তু এর ওজন মাত্র ২১ গ্রাম। এই সামান্য ভর অহমিকা, ঘৃণা, লোভ, হিংসা, স্বার্থপরতা, অসত্য ও অসুন্দর কিছুতেই সহ্য করতে পারে না। ভালোবাসা থাকলে ক্ষুদ্রাতিক্ষুদ্র ওই আত্মাই ব্রহ্মাণ্ড জয় করে।

লেখক: সাংবাদিক 
২ জানুয়ারি ২০২৫

Comments

    Please login to post comment. Login