‘ছড়াসম্রাট’ খ্যাত সুকুমার বড়ুয়া মারা গেছেন। বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত এই ছড়াকার শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তার মেয়ে অঞ্জনা বড়ুয়া গণমাধ্যমকে বলেন, বাবা এক সপ্তাহ ধরে চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর শুক্রবার তাকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
সুকুমার বড়ুয়া স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রামের রাউজানের বিনাজুরী গ্রামে তার বাড়ি। বিনাজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার একমাত্র ছেলে জার্মানিপ্রবাসী। তিনি সিদ্ধান্ত জানালে সৎকারের সময় ও স্থানের বিষয়টি নিশ্চিত করা হবে। এখন তার মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে।
উল্লেখ্য, সুকুমার বড়ুয়া প্রায় ছয় দশক ধরে লেখালেখির মাধ্যমে বাংলা শিশু সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলা একাডেমি, একুশে পদক, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য সম্মাননা, আলাওল শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক পেয়েছেন। তিনি 'ছড়ারাজ', 'ছড়াশিল্পী' ও 'ছড়াসম্রাট' নামে পরিচিত ছিলেন। তার লেখা প্রথম বই ‘পাগলা ঘোড়া’ ১৯৭০ সালে প্রকাশিত হয়।