বতর্মান এ ছেলেরা ওপেন রিলেশিন শিপে বিশ্বাসী, ঘুরবে ফিরবে খাবে উপভোগ করবে দায়িত্ব নিবে না, নীরার ছয় বছর এর রিলেশন ছিলো এক ই ভার্সিটি তে পরুয়া রিমন এর সাথে, রিলেশন খুব ভালো যাচ্ছিলো কোন দিন একদিন জগড়া ও হয়নি, আমাদের চোখে দেখা সব থেকে সুন্দর জুটি ছিলো ওদের, ক্লাস শেষে মাঠে বা ক্যাফে ওদের দেখা যেতো, হটাত নীরা একদিন আমাকে ফোন দিলো দিয়ে বলল ফ্রি আছিস কথা আছে, আমি বললাম হ্যা আছি তো। তারপর ক্যাফে নীরার সাথে দেখা হলো, নীরা মেয়েটা এতো নিখুঁত সুনদর যে ছেলেরা বউ হিসেবে এমন মেয়ে কেই চায়,নীরা বলল রিমন তো আমাকে জানিয়ে দিয়েছে বিয়ে করতে পারবেনা, কেন পারবেনা???তার কোন উত্তর নেই ভালোবাসে আমার জণ্য জীবন ও দিয়ে দিবে কিন্তু বিয়ে করতে পারবেনা, এটা কেমনকথা??? তারপর জানতে পারলাম রিমন আরো মেয়েদের সাথে কথা বলা দেখা করে, নীরা কে কিছু ক্ষন বুঝালাম, ছয় বছর এর রিলেশন ওদের,নীরা কে প্রথম দেখায় ই আমার ভালো লেগেছিলো কিন্তু নীরার ভালো লেগেছিলো রিমন কে তাই আমার ভালো লাগা আর সামনে আগায় নি।আমি ভাবতে লাগলাম ছেলেরা এমন কেনো হয়??নীরার মত লক্ষী সুন্দরী বউ কোন ছেলে চাইবেনা? আর ওকে পেয়েও যে অবহেলা করলো সে ত নিজেকে নিজে ঠকালো,এরপর নীরা কে আর ক্যাম্পাসে দেখা যায়না, রিমন কে দেখলাম অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরস ফিরা করছে, নীরার ফোন ও বন্ধ, আমরাও সবাই ব্যস্ত হয়ে গেলাম যে যার জব খোজাঁ নিয়ে.......