Posts

কবিতা

১লা জানুয়ারি — আবেগময় কবিতা

January 3, 2026

Aditya Bhowmik

11
View

১লা জানুয়ারি — আবেগময় কবিতা
লেখক: আদিত্য ভৌমিক
ভোরের কুয়াশা ভেদ করে আসে
নতুন দিনের নরম আলো,
ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে
আবার এক শুরু—১লা জানুয়ারি।
গত বছরের ক্লান্ত দীর্ঘশ্বাস
আজ ধীরে ধীরে মিলিয়ে যায়,
ভাঙা স্বপ্ন, জমে থাকা না-পাওয়া
চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকে।
এই দিনটা কেবল তারিখ নয়,
এ এক নীরব প্রতিশ্রুতি—
ভুলগুলোকে ক্ষমা করে
নিজের হাতে নিজেকে ফেরত পাওয়ার।
মা-বাবার চোখে নতুন আশার রেখা,
বন্ধুর কণ্ঠে হাসির রোদ্দুর,
আর হৃদয়ের গভীরে লুকোনো ভয়—
সবকিছু নিয়েই পথচলা শুরু।
হয়তো সব ইচ্ছে পূরণ হবে না,
হয়তো কিছু ক্ষত রয়ে যাবে,
তবু ১লা জানুয়ারি বলে দেয়—
হাল ছাড়ার নাম জীবন নয়।
এই দিনে দাঁড়িয়ে বলি নিজেকে,
“চল, আবার বিশ্বাস করি,”
কারণ নতুন বছর মানেই
নতুন করে বাঁচার সাহস।

Comments

    Please login to post comment. Login