বিয়ে প্রতিটা মেয়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের অনেক স্বপ্ন থাকে, কত নির্ঘুম রাত কেটে যায় এই স্বপ্নে বিভোর হয়ে,অথচ নিরুর জীবনে ঘটলো সম্পুর্ণ বিপরীত কিছু, বাসর রাতে তুমুল জানিয়ে দিলো তার বিয়েতে মত ছিলো না বাবা মায়ের চাপে পড়ে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, ওর প্রেমিকার নাম নুপুর, নুপুর দেশের বাহিরেআছে,দেশেআসলেনিরুকে ডিভোর্স দিয়ে নুপুর কে বিয়ে করবে, নিরুর মাথার উপর দিয়ে গেলো সব কিছু যেন কারো জীবনে অনধিকার চর্চা করে ডুকে পড়েছে। নিরু বেল্কুনি তে বসে থাকলো কিছু ক্ষন তারপর চুপি চুপিচাঁদ মামার সাথে কথা বলল,বললো চাঁদ মামা তুমি ও একা আমি ও একা,আমি অচেনা কোন রাজ্য চলে এসেছি, বের ও হতে পারব না, কেউ কে কিছু বলতেও পারব না,আমার জীবন টা কেন এমন হল?এমন তো হবার কথা না, ওই মানুষ টা নাক ডেকে ঘুমাচ্ছে গভীর ঘুমে মগ্ন অথচ নিরুর চোখে ঘুম নেইভোর হবে নিরু সোফায় শুয়ে পড়ল ঘুমিয়ে গেলো সকাল হলো ওর ননদ এর ডাকে ঘুম ভাংলো, নাসতার টেবিলে প্রথম ভালো করে ওর স্বামীর দিকে তাকালো,ওর স্বামী ও ওর দিকে ভালো করে তাকায় নি রাতে নিরু কে খুব ভালো করে দেখলো।সবাই ওদের কে হানিমুনে পাঠাবে প্লান করছিলো কিন্তু ও চুপচাপ শুনছে বলার কিছু নেই, ওর স্বামী এসে বলল ব্যাগ গুছিয়ে নাও আমরা মালয়েশিয়া তে যাচ্ছি ওখানে আমার জিএফ থাকে যাবার পর তুমি তোমার মত আমি আমার মত থাকব,নিরু কি বলবে বুঝে উঠতে পারছেনা