Posts

নন ফিকশন

উত্তপ্ত পরিবেশ

June 6, 2024

সাজ্জাত হোসেন

আশেপাশের মর্ডান লাইফ দেখতে একদম চকচকে- ধবধবে, 

পর্দার উপরের রঙ্গিন দেহসজ্জা।ধোঁয়া উঠা কাপ, আঙ্গুলের চাপে উত্তপ্ত পরিবেশ। মগজে রক্তের চাপে শীরা লাল। 

ঠোঁটের আগায় তিক্ততা,চোখে দেখা ভ্রম এখন অসহ্য-এটা ভিতরের কথা।

 দৃষ্টির উপরে সব কগজের পরিক্ষা সব অঙ্কে খেলা,জায়গা ভরাটের বেলায় চরিত্রে লাগে রঙ্গিন কালির পরত!

Comments

    Please login to post comment. Login