আমার সুখ
হাজারবার মৃত্যুর পরও
তোমার আঁচলে জড়ানো আমি—
সব পরিচয় খুলে
শুধু প্রেম হয়ে দাঁড়াই।
আমার ভেতরের ক্ষুধা
কোনো দেহের নয়,
এটা তোমার কাছে
ভেঙে পড়ার ক্ষুধা—
নিরাপদ হয়ে হারিয়ে যাওয়ার।
তোমার চুলের গন্ধ
আমার শেষ কাপড়টুকুও খুলে নেয়,
আমি আর নিজেকে লুকাই না—
কাঁপা, দুর্বলতা, আকুতি
সবই প্রকাশ্য।
আমি চাই না জিততে,
আমি চাই না শক্ত হতে—
আমি চাই
তোমার কাছে এসে
ভুল হতে, নরম হতে,
সম্পূর্ণভাবে ধরা দিতে।
এই ধরা দেওয়াই
আমার নগ্নতা,
এই আত্মসমর্পণই
আমার সুখ।
হাজার মৃত্যুর পরেও
এই এক জায়গায়
এভাবে ভেঙে পড়তে পারি বলেই
আমি হাসি—
কারণ আমি জানি
আমি ভালোবেসে
বেঁচে আছি।
… স্বপন বিশ্বাস