Posts

কবিতা

পৃথিবীর ইন্টেরিয়োর

January 4, 2026

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

27
View

পৃথিবীর ইন্টেরিয়োর 
রাফাত আহমেদ

পৃথিবীর এমন সব দৃষ্টির জন্ম কোনো ভূরাজনৈতিক জটিল প্রেমের পরস মৃত্যুর সন্দিহান আগমনী বার্তা কে ঘুচিয়ে দিতে পারেনা,

শেষ লেখার শেষ স্বপ্নে আমাদের বেঁচে থাকার প্রবল ইচ্ছে প্রবলতর হওয়ার সেই উৎকর্ষে,

খুঁজে ফিরি কোনো পরাশক্তির সহজ সরল মনোভাব কে,
কোনো যান্ত্রিক মনুষ্যত্বের সাধু অমানুষ কে।

যেভাবে সকাল দেখে সূর্যের জন্মের প্রহর আমরা শীতার্ত সন্ধ্যার ঠিকানায় বিকিয়ে দিই,

পৃথিবীর সত্য গুলো কে আমি বিকিয়ে দিতে চাই।
পৃথিবীর দুঃস্বপ্নে আমি শান্তি বিকাতে চাই।
আবার ফিরে যাওয়ার প্রচন্ড শৈশবিক যন্ত্রণা নিয়ে,
পিতৃস্নেহে আবার আমি খেলনার যন্ত্রণাংশকে পৃথিবীর 
ইন্টেরিয়োর বানাতে চাই।

একপ্রহরের প্রকৃতির মতো 
শীতল একটা বাসস্থান ,
দিনগুননের পুঁজিবাদী শোষণে
নিঃশ্বাস নেওয়ার সক্ষমতা নিয়ে
আবারো জন্ম নেওয়া জোড়া শালিকের
চোখের সকাল ,
শীতাতপনিয়ন্ত্রিত মানবতাবাদী যন্ত্রের
রন্ধ্রে আমি ঢুকিয়ে,
আমি প্রেমিকা ঠোঁটে শেষ চুম্বনে
লিপ্ত সন্ত্রাসে 
আবার লালিত মৃত্যুর পথে,
স্বপ্ন হয়ে যেতে চাই।

Comments

    Please login to post comment. Login