কেন বয়ে নিয়ে যাও
সেই সব সময়কে—
যে ভার বইতে
মগজকে নুয়ে পড়তে হয়
কান্নার বুকে।
নিষিক্ত অথচ নিষিদ্ধ
প্রেমে আসক্ত,
দিনের নির্বিকার কথাকে
টেনে নিয়ে যাও।
তোমার ভুল করার অধিকারে
আমি আততায়ী—জানি,
সুপ্ত প্রেমের অংকুরকে
হত্যার এ দায়
আমার।
কেন বয়ে নিয়ে যাও
সেই সব সময়কে—
যে ভার বইতে
মগজকে নুয়ে পড়তে হয়
কান্নার বুকে।
নিষিক্ত অথচ নিষিদ্ধ
প্রেমে আসক্ত,
দিনের নির্বিকার কথাকে
টেনে নিয়ে যাও।
তোমার ভুল করার অধিকারে
আমি আততায়ী—জানি,
সুপ্ত প্রেমের অংকুরকে
হত্যার এ দায়
আমার।