Posts

কবিতা

আততায়ী প্রেমিক

January 4, 2026

সুকান্ত সোম

13
View

কেন বয়ে নিয়ে যাও

সেই সব সময়কে—

যে ভার বইতে

মগজকে নুয়ে পড়তে হয়

কান্নার বুকে।

নিষিক্ত অথচ নিষিদ্ধ

প্রেমে আসক্ত,

দিনের নির্বিকার কথাকে

টেনে নিয়ে যাও।

তোমার ভুল করার অধিকারে

আমি আততায়ী—জানি,

সুপ্ত প্রেমের অংকুরকে

হত্যার এ দায়

আমার।

Comments

    Please login to post comment. Login