Posts

নিউজ

গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড পেলেন লেবানিজ লেখক চারবেল দাঘের

January 5, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
17
View

২০২৫ সালের গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড পেলেন লেবানিজ লেখক চারবেল দাঘের। কবিতা, লেখালেখি, সাহিত্য সমালোচনা এবং আরবি শিল্পকলা চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।   

দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে লেবানিজ এ লেখক এবং শিক্ষাবিদকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা ২০২৫ সালের সাহিত্য ও শিল্পকলা বিভাগে গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড বিজয়ী লেবাননের আরবি সাহিত্যের অধ্যাপক চারবেল দাঘেরকে অভিনন্দন জানাই।      

তিনি আরও লিখেছেন, চারবেল দাঘের কবিতা, লেখালেখি এবং উপন্যাস থেকে শুরু করে সমালোচনা পর্যন্ত সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আরবি শিল্পকলার ইতিহাস, গভীরতা এবং তাদের মধ্যে ঘটে যাওয়া সমস্ত পরিবর্তন নিয়েও কাজ করেছেন। 

অধ্যাপক চারবেল ৯০টিরও বেশি বই প্রকাশ করেছেন, যার মাধ্যমে তিনি আরব বিশ্বের সাহিত্য ও শিল্পের ক্ষেত্রগুলোকে সমৃদ্ধ করেছেন। তার রচনাগুলো আরবি সাহিত্য ও শিল্প অধ্যয়নের জন্য রেফারেন্স হিসাবে বিবেচিত হয়।       

চারবেল দাঘের ১৯৫০ সালের ৫ মার্চ লেবাননে জন্মগ্রহণ করেন। তিনি দেশটির আল কৌরা অঞ্চলের বালামান্দ ইউনিভার্সিটির একজন অধ্যাপক। তিনি আধুনিক আরবি অক্ষর এবং শিল্পকলার নান্দনিকতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ৭৫ বছর বয়সি এই অধ্যাপক আরবি ও ফরাসি উভয় ভাষার একজন কবি, লেখক ও গল্পকার।       

উল্লেখ্য, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ ২০২২ সালের জানুয়ারিতে গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড চালু করেন। এই উদ্যোগের জন্য ১০০ মিলিয়ন দিরহাম (২৭.২ মিলিয়ন ডলার) বরাদ্দ করেন তিনি। সাহিত্য ও শিল্পকলা, চিকিৎসা, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি, প্রকৌশল, স্থাপত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরব দেশের নাগরিকদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।  

সূত্র: দ্য ন্যাশনাল 

  

Comments

    Please login to post comment. Login