Posts

প্রবন্ধ

অদ্ভুত দেখা

January 5, 2026

Chameli Akter

22
View

জীবনটা বড়ই অদ্ভুত। জীবনে কিছু মানুষের সাথে দেখা হবে যার সাথে আপনার 'ছাত্তিস কে ছাত্তিস গুন' মিলবে। ছাত্তিস কে ছাত্তিস গুন হইলো ৩৬ এর মধ্যে ৩৬ টা গুন মিলে যায়৷ আগে হিন্দি ডেইলি সোপ দেখতে দেখতে এইটা জানসিলাম যে পাত্র পাত্রীর কুন্ডলি মিলানোর একটা রিচুয়াল আছে৷ যাক সেইটার থেকে এই মেটাফোর৷ 

এমন মানুষের সাথে আপনার দেখা হবে যার সাথে মিউজিকের টেস্ট, বইয়ের টেস্ট, রাজনৈতিক চিন্তাভাবনা, জাগতিক এবং মহাজাগতিক সব চিন্তাধারা মিলবে৷ এই যেমন আমার প্রিয় চরিত্র মিস্টার ডারসি - এই মিস্টার ডারসি মুখ দিয়ে বের করার আগে কোন রেফারেন্সে কথা বলছি এইটা বুঝে ফেলবে - এমন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে জীবনে৷ 

কিন্তু more often than not

 'Chemistry isn't compatibility in true sense'. 

এরপর জীবনে বুঝতে শিখলাম হাজার হাজার বই পড়লে, সিনেমা দেখলে, সিরিজ দেখলে কিংবা জগতের খবর রাখলেই কেউ ভালো সঙ্গী হয়না৷ ভালো সঙ্গী হতে হলে দরকার হয় নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়ার ক্ষমতা। আমি সেল্ফ লাভের সবচেয়ে বেশি গীত গাওয়া লোক৷ কিন্তু নিজেকে ভালোবেসেও আরেকজনের কাছে সমর্পিত হওয়া যায় এই সত্য বুঝতে হয়৷ আমি বুঝলাম, হ্যাঁ জেন অস্টেনের একটা নভেল নিয়ে আলাপ করা এক্সাইটিং৷ কিন্তু তারচেয়ে অনেক বেশি কার্যকরী কেউ যখন এক কাপ চা বানিয়ে এনে মুখের সামনে ধরে৷ শীর্ষেন্দুর একটা বইয়ের কোন লাইন ভালোলাগে এই আলোচনা আনন্দদায়ক কিন্তু এরচেয়ে অনেক বেশি জরুরি আমি যখন কাঁদবো তখন একই বিছানায় থেকে কেউ যেন পাশ ফিরে না ঘুমায়। দিনশেষে যখন মানুষ আবেগের দাম দিতে পারেনা, যত্ন করেনা - তখন তার এই চকচকে সাহিত্যের রেফারেন্স কোনো কাজে লাগেনা৷ হ্যাঁ আমার কথা কোন বেদবাক্য নয় যে এইটা ১০০% সত্য৷ ডিফ্রেন্স থাকতে পারে। পছন্দের মানুষের সাথে পছন্দের বই মিলার আনন্দ আমি জানি। আমি এর গুরুত্বকে খাটো করে দেখিনা৷ কিন্তু দুইজন দুই মেরুর মানুষ হয়েও 'মায়া' আর 'সমমর্মিতা' দিয়ে অনেক দূর্গ জয় করা যায়৷ খুব কথা বলে ডোপামিন রিলিজ হইলেই সম্পর্ক সুন্দর হয়না। অক্সিটোসিন রিলিজ ও জরুরি৷ সেইফ ফিল না করলে - কোনোকিছুই ম্যাটার করেনা৷ যদি আপনি আপনার পছন্দ আর সেইফটি একজনের মাঝে পান ভালো৷ কিন্তু৷ কোনোদিন বাহিরের চাকচিক্যের জন্য মানবিক গুনাবলী ইগ্নোর কইরেন না৷ আমি করছিলাম, ডিউ টাইমে শিক্ষা পেয়ে গেছি৷ যারে দেখলে বুকে উথালপাতাল হয় সেইটা সেইফ ভালোবাসা না৷ যারে দেখলে মনেহয় এবার আমি নিশ্চিন্ত যে আমার আর কিছু নিয়েই ভাবতে হবেনা - সেইটা ভালোবাসা। A soulmate isn't someone who only loves the same movies, but someone who shows up when It's dark. 

এক বয়সের পরে - 'Stability and safety' is the only form of love you will cherish.

Comments

    Please login to post comment. Login