পোস্টস

চিন্তা

যুক্তবর্ণহীন

৬ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

আমি সেই বাক্য যার আছে বহু অর্থবহ উত্তর।

 আমি সহজ সরল যুক্তবর্নহীন এক গল্প চাইলেই আমাকে নিয়ে লিখতে পারবে। 

 

আমি সেই ফড়িং যার জীবনটা ক্ষনিকের,আমি দেহের জ্বর কিন্তু উত্তাপ ছড়াই না কারো কপালে।

 

আমি সরল অঙ্কের সহজ সমাধান চাইলে আমার হিসেব পাবে জলের মতো স্বচ্ছ।আমি কাগজে বিশ্বাসী তাই আমিই সভ্য কাগজেই সত্য।