পৃথিবীতে আমাকে ঠকাতে কেউ ভাবেনি কখনো একবিন্দু অথচ অপর পাশে কেউ ঠকে যায় কি না সেই ভয়ে তাদের চোখে মুখে ছিলো, আমি ও ভেবেছি মানুষ ঠকানো তো ঢেড় অন্যায়, না হয় আমি ই ঠকলাম কিন্তু অন্য কেউ তো ক্লান্তি নয় ভীষন্ন নয় প্রশান্তির হাসি হাসবে।এই যে আমার মা নেই বাবার সংসারে সৎ মা আর ভাই বোন এদের কাছে আমি প্রতিনিয়ত ঠকি, এই ঠকি কথাটা বলতে কেমন জানি একটু লজ্জা বোধ হয় আজ কাল।আমি তাদের কাছে টাকা জমা দেয়ার মেশিন। আমি ৩০ হাজার টাকা বেতন পাই, আটাশ হাজার টাকাই আমার বাবা কে দিতে হয়, দুই হাজার টাকা খরচ এর জন্য রাখি, তারপর ও এই সংসারে আমি ভীষণ অবহেলার মাআমার ত্যাড়া ত্যাড়া স্বভাব আছে অনেক, নিজ থেকে কোন দিন কারো গায়ে পড়ে লাগিনা কেউ কথা না বললে বলিনা, ইদানীং আমার ছোট বোনের জন্য ছেলে দেখা হচ্ছে, আমাকে পাচঁ লাখ টাকা লোন তুলে দিতে বলতেছে আমার বাবা কারন আমার ছোট বোন কে বিয়ে দিবে!অথচ আমাকে কোন দিন বলে না আমার পছন্দের কেউ আছে কিনা, আমি এতোটাই অবহেলা পাবার যোগ্য, আমার ও অবশ্য বিয়ে সাদি করতে ইচ্ছে করেনা কেউ কে ভালো ও লাগেনা আলাদা একটা প্যারা মনে হয় আজ কাল....এই যেমন বড় বড় চিংড়ি মাছ রান্না হলে আমি তার গন্ধ ই পাই শুধু কিন্তু একটু আলু আর জোল ছাড়া কিছুই জুটেনা ইদে বা কোন অনুষ্ঠানে পুরাতন জামা খুজে খুজে বা আমার মায়ের পুরাতন শাড়ি ই আমার শেষ ভরসা আমার এই সব নিয়ে অভিযোগ নেই, আমার বাবার চোখেও আমি আলাদা একদম আলাদা,