Posts

কবিতা

ভরাডুবি

January 6, 2026

Milu Aman

6
View

মধ্যদুপুরে অন্ধকার নামে,
বোঝার আগেই বোঝা বাড়ে।
নতুন ভোরের আলো ছিল,
ছিল এক ঝকঝকে সকাল।

মোহভাঙা শব্দগুলো
গুলির মতো ছুটে আসে।
গনগনে গগন নিমিষেই শীতল,
নিকষ কালো, হাড়কাঁপানো কনকনে।

মুখোশের আড়ালে মুখোশ,
উপহাসে ঠাসা নির্দেশিত হুমকি,
নিয়মকানুন থোড়াই কেয়ার,
একতা বিভাজনে বিভাজিত।

ইতিহাস গরমিলের মাশুল গুনছি,
সত্যতা কিংবা সভ্যতা উভয়ই সংশয়ময়।
সম্ভাবনার অপার সুযোগটাও
হাতছাড়া হয়ে গেলো।

ধুঁকে ধুঁকে মরার স্বাধীনতা ফিসফিস করে;
সব আশা বুঝি বিফলে।
সম্পর্কগুলো আড়ালে একে অপরের প্রতিপক্ষ;
দুর্বোধ্য দলীয়, আত্মঘাতী।

Comments

    Please login to post comment. Login