হাওয়ার কাঁপা স্পর্শে
পাতা কাঁপে, ডানা মেলে।
কুয়াশার চাদর জুড়ে গ্রাম
ঘুমন্ত ঘর ঘর, শীতের নাম।
চায়ের ধোঁয়া উঠে ধীরে
গরম মগে হাত রাখে ঠান্ডা ভিড়ে।
মেঘে মেঘে সূর্য লুকোচুরি।
শিশুরা মাঠে খেলে হাসির ঝুড়ি।
স্নিগ্ধ রোদ, লাল আঙুলে ছোঁয়া।
মাটির গন্ধে মিশে আছে স্বপ্নের খোয়া।
শীতের সকাল যেন গল্প শোনায়।
প্রকৃতি মোর হৃদি ভরিয়ে দেয় আনন্দে রয়ায়।