Posts

কবিতা

মোরা হাদি হবো

January 6, 2026

HM Sahin

20
View

মোরা হাদি হবো 
এইচ এম শাহিন 
হাদি ছিল বাংলার বাঘ, শেরে বাংলার প্রতিচ্ছবি,
ছিল হযরত ওমর কিংবা আলীর যোগ্য উত্তরসূরী।
জালিমের সমানে কখনো তিনি হয়নি নতশির,
অদম্য তরুণ ছিলেন তিনি—ছিলেন মহাবীর।
হাদি ছিল মোদের অনুপ্রেরণা, ছিল সংগ্রামের সারথী,
আঁধার ঠেলে আলো আনার মহান মাহথীর।
তার হুংকারে জালিমের মসনদ কাঁপিত থরথর,
জালিমের কাছে ছিলেন তিনি অসীম ভয়ংকর।
ছোট্ট জীবনে শিখিয়েছেন মোদের হতে সাহসী,
রুখে দিতে অন্যায়-অবিচার, সকল বেইনসাফি।
তার হয়ে ইনকিলাবের বাণী বিশ্বব্যাপী ছড়াবো,
এসো, শপথ করি—মোরা সবে হাদি হবো।।

Comments

    Please login to post comment. Login