যাচ্ছি কোথায় তা না হয় না–ই বললাম।তবে তোমাকে একটা ক্লু দিতে পারি—
‘আমার অনেক দিনের স্বপ্ন একটা পাহাড় কেনার।’
সেই পাহাড়ের কোল ঘেঁষে সাপের মতো এঁকেবেঁকে চলা সরু একটা নদী। পাখির চোখে তাকালে বড় বড় গাছের ডালপালার আড়ালে লুকিয়ে থাকা সেই নদীর স্বচ্ছ পানি দেখা যাবে।