নুপুর নামের মেয়েরা একটু সুন্দর ই হয় মনে হয়।পৃথিবীতে যত গুলো নুপুর নাম দেখেছি সবাই অসম্ভব সুন্দর ছিলো, টানা টানা চোখ কারো বা দীঘল কালো চুল,এই নুপুর এর চোখে মুখে অসম্ভব মায়া ছিল নুপুর এর বয়স বিশ বছর, বিশ বছর এর তরুনী নুপুর, প্রেম করতো পাশের গ্রামের নয়ন এর সাথে, বাইকে করে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতো ওরা, ওদের বিয়েও ঠিক ছিলো মাস খানিক আগে এনগেজমেন্ট হলো ওদের,ওদেরকে দেখলে অসম্ভব শান্তি লাগতো পরান এ, এতো সুন্দর দুইজন মানুষ যেন আল্লাহ নিজের হাতে নিখুত করে বানিয়েছেন ওদের।কিন্তু হটাত করে নুপুর এর একদিন জ্বর এলো তারপর হটাত মুখ একটা বাকাঁ হয়ে গেলো জানা গেলো নুপুর এর ব্রেন টিউমার হয়েছে আর টিউমার টা বড় হয়ে গেছে বেশ,নুপুর এর চোখে মুখে অন্ধকার, বেচেঁ থাকার তীব্র ইচ্ছা ভালোবাসার মানুষ এর সাথে কিন্তু ভালোবাসার মানুষ সে তো নিমিষেই বদলে গেলো, আংটি ফেরত দিয়ে গেলো কারন এরকম অসুস্থ একটা মেয়েকে বিয়ে করা যাবেনাশোনা গেলো নয়ন নুপুর এর ছোট বোন কাজল কে বিয়ে করতে চায়,নুপুর এর মা বাবা ও রাজি, কেমন অদ্ভুত ভাবে বদলে গেলো নুপুর এর জীবন টা,একপ্রকার ঘৃনাই কাজ করে বাবার প্রতি, আমরা দুই ভাই বোন ও মাবাবা বলতে শুধু মাকে বুঝি ওই লোকটাকে কত ছোট বেলায় দেখেছি মনে ও নেই আর মনে রাখতেও চাইনা, আমার মায়ের সুদিন আসবে হয়ত খুব শীঘ্রই , আমার মাকে আমরা সুদিন দিব একদিন ইনশাআল্লাহ।