অনেক বছর কেটে গেছে আমার মায়ের জীবনে কিন্তু সুদিন আর আসেনি কবে সুদিব দিতে পারব মাকে জানিনা, বাবা চলে গেছে আর একজন মহিলার সাথে মায়ের বয়স মাত্র তখন পচিশঁ, আমরা দুই ভাইবোন,।এই দুইজন কে নিয়ে মায়ের সংগ্রাম শুরু,আমার বয়স মাত্র দুই বছর।মা ভেবে পাচ্ছিলেন না কি করবেন,দেখতে অসম্ভব রকম সুন্দরী মা আমার প্রথমে একটা স্কুলে চাকরি নিলেন বেতন মাত্র পাচঁহাজার টাকা, আমাদের বাসা ভাড়া এক হাজার টাকা তখন বাকি টাকা দিয়ে আমাদের পুরো মাসের খরচ চালাতে পারতেন না ম বাড়তি ইনকামের জন্য আরও দুইটা টিউশনি করাতো।আর আমাকে আমার বোন কে দরজা তালা দিয়ে যেত মা।সারা রাত মা ঘুমাতে পারতেন না টেনশনে কিভাবে কি করবেন?
আর বাবা মা কে যে কষ্ট দিয়েছিলো তা তো ভোলার নয়, বাবা মায়ের প্রেমের বিয়ে ছিলো, বিয়ের পর মা কে নানা আর বাড়িতে ডুকতে দেয়নি,সে হিসেবে আমরা আর নানা বাড়িতে ও যেতে পারছিনমা কষ্ট করেছে পচিশ বছর এর মত, আমার পড়াশুনা শেষ এখন জবের জন্য চেষ্টা করছি,
জানিনা কবে মাকে মুক্তি দিতে পারব কবে মায়ের জন্য শান্তি কিনে আনতে পারব,কিনতু আমি আর আমার বোন চেষ্টা করি সব সময় মাকে ভালো রাখতে। বাবা অনেক পরে চেষ্টা করেছিলো আমাদের খোজ নেয়ার, টাকা দেয়ার, মা কোন ভাবেই অই লোকটার থেকে টাকা পয়সা নেয় নি, একপ্রকার ঘৃনা কাজ করত মায়ের,যে লোকটা চলে গেছে তার টাকা পয়সার দরকার নেইএকপ্রকার ঘৃনাই কাজ করে বাবার প্রতি, আমরা দুই ভাই বোন ও মাবাবা বলতে শুধু মাকে বুঝি ওই লোকটাকে কত ছোট বেলায় দেখেছি মনে ও নেই আর মনে রাখতেও চাইনা, আমার মায়ের সুদিন আসবে হয়ত খুব শীঘ্রই , আমার মাকে আমরা সুদিন দিব একদিন ইনশাআল্লাহ।
23
View