নিঃসঙ্গতা ও একাকিত্ব দুটি শব্দ, দুটি অনুভূতি, দুটি বিপরীত জীবনদর্শন।
শব্দে পার্থক্য ক্ষীণ হলেও অন্তর্নিহিত অর্থে এরা যেন আকাশ আর পাতাল। নিঃসঙ্গতা এমন এক অভিজ্ঞতা, যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়।একটা অনিচ্ছাকৃত শূন্যতা, যেখানে আমরা ডুবে যাই ,না চেয়েও। অন্যদিকে, একাকিত্ব হল নিজের বেছে নেওয়া নীরবতা, যেখানে আমরা ফিরে যাই নিজের ভেতরে।