যেখানে বকুলের ছায়া পড়ে মাটির ওপর,
আমরা বসেছিলাম একসাথে,
হাওয়া বয়ে আনত প্রেমের গন্ধ,
পাখির গান শোনাত আমাদের হাসি।
ও প্রিয়, মনে আছে সেই সন্ধ্যা?
রোদ যখন আরাম করে লুকিয়ে নেয় আকাশের কোলে,
পাতার ফাঁকে হেলে পড়ে সূর্যের শেষ আলোকচ্ছটা,
আমরা হাত ধরে বসে থাকতাম,
চুপচাপ, শুধু চোখের কথায়
মনের মিলন বাঁচাতাম।
সেই স্মৃতিগুলোই আজও আমাদের মনকে ছুঁয়েছে,
প্রকৃতির সৌন্দর্যে মিশে আছে আমাদের প্রেমের অমোঘ ছোঁয়া।”**