
গুপ্তধন
‘তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো?
কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই।”
(শেখ সাদী রাহমাতুল্লাহ আলেহ)
সবারই উচিত নিজেকে আবিস্কার করার চেষ্টা করা। নিজেকে আবিস্কারের অর্থ হলো– নিজের প্রতিভাকে খুঁজে পাওয়া। এই প্রতিভাই নিজের জীবনে লুকিয়ে থাকা গুপ্তধন।
প্রতিভা হলো আপনার মধ্যে দেয়া বিশেষ একটি গুন। আল্লাহ তাআলাই এই গুন দিয়েছেন। এজন্য নিজের প্রতিভা খুঁজে পেতে আল্লাহর কাছে হিদায়াত প্রার্থনা করা উচিত।
সবার মধ্যেই আল্লাহ কোনো না কোনো প্রতিভা দেন। বিভিন্ন কাজ (অবশ্যই হালাল কিছু) করে দেখার চেষ্টা করতে থাকলে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে নিজের যোগ্যতা-অযোগতা, আগ্রহ-পারদর্শীতা আছে কী না তা পরিস্কার হতে থাকে। কোনো কাজে আল্লাহর সাহায্য আছে কি নেই তাও স্পষ্ট হতে থাকে। এভাবে ধীরে ধীরে নিজের প্রতিভা আবিস্কার করা সম্ভব। নিজের বিশেষ প্রতিভা রয়েছে এমন কাজটি করলে বেশিরভাগ সময়ে অন্যদের চেয়ে বেশি ভালো ফলাফল আসে। ফুটে উঠে নিজের অনন্যতা।
কেউ যদি নিজের বিশেষ প্রতিভা আবিস্কার করতে পারে, সে পথে নিজের সম্ভাবনাকে বিকাশ করতে চায়, তবে তার বিশেষ সতর্ক হওয়া কাম্য। কারণ অনেকসময়ই সামাজিক নানা প্রতিকূলতা আসতে থাকে। কখনো কখনো বন্ধু-পরিচিতরা বা সমাজের মানুষ সবাই মিলে (!) চাইবে আপনিও তাদের মত তাকে একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকুন। আপনিও বিশেষ গুন/বৈশিষ্ট্য ও যোগ্যতায় অনন্য না হয়ে গড়পড়তা মানুষদের মত জীবন পার করে দিন। এটাই অনেকেরই ইচ্ছা। মানুষের এই ইচ্ছা আসে অজ্ঞতা থেকে, কখনো বা ঈর্ষা থেকে।
আপনার প্রতিভা স্ফুরণের জন্য দুনিয়ার হাওয়া বেশ বৈরী। যে প্রতিভার সম্ভাবনা যত বেশি, সেই প্রতিভার প্রতিপালনে তত বেশি সতর্ক, সাহসী হতে হয়। হতে হয় শৃঙ্খল, মনোযোগী । আর পরিশ্রম ছাড়া তো কোন প্রতিভাই সাফল্যের মুখ দেখে না।
তবে আর আশাহত হওয়ার কারণ নেই। আন্তরিক (মুখলিস) ব্যক্তিদের জন্য আল্লাহই উত্তম সাহায্যকারী ।