আমার শ্রুতিলিপিতে
বিদ্রোহী রণ ঝংকার নেই
কারণ আমি কবি নজরুল নই।
আমার তুলিতে
দুর্ভিক্ষের ভয়াবহতা ফোটে না
কারণ আমি শিল্পী জয়নুল নই।
আমি জীবনানন্দ ও নই যে
আমার কথাশিল্প
ভালবাসার উপ্যাখানে রুপ নিবে।
আমি দূর আকাশে চেয়ে থাকা
একাকী বট বৃক্ষের মতো
যাকে আমি যুদ্ধ জয়ী বীর মনে করি।
যে কিনা প্রলংকর ঘূর্ণিঝড়েও
দৃড় চিত্তে দাড়িয়ে থাকে।
সময়ের স্রোতে আমি হারিয়ে যাবো
এইতো সেদিন আমবস্যার রাতে
তীব্র টর্নেডোতে দীগ্বজয়ী বীরকে
পরাজীত হতে দেখলাম।
শুধু সময়ের অপেক্ষা।
……