Posts

গল্প

রোবট যখন কবি

January 14, 2026

Md. Robiul islam

29
View

      গল্পের নাম: রোবট যখন কবি       

​এক প্রযুক্তিপাগল যুবক, রনি, বাজার থেকে একটি আধুনিক 'এআই রোবট' কিনে আনল। রোবটটির বিশেষত্ব হলো সে যেকোনো পরিস্থিতিতে কবিতা বলতে পারে। রনি তার নাম রাখল 'কবিতা-কুমার'।

​একদিন রনির বাড়িতে তার কৃপণ মেজো মামা বেড়াতে এলেন। মামা এসেই অভিযোগ শুরু করলেন, "রনি, এই যুগে রোবট কিনে টাকা নষ্ট করার কী দরকার ছিল? এর চেয়ে ভালো এক বস্তা চাল কিনতি!"

​রনি মুচকি হেসে বলল, "মামা, ও কিন্তু খুব বড় মাপের কবি। আপনার ওপর একটা কবিতা শোনাতে পারে।"

​মামা তাচ্ছিল্য করে বললেন, "আচ্ছা দেখি, ওর কত বুদ্ধি! আমার টাক মাথা আর ভুড়ি নিয়ে একটা কবিতা বলুক তো!"

​রোবটটি তার লাল চোখ ঘুরিয়ে যান্ত্রিক গলায় আবৃত্তি শুরু করল:

​"মামা তোমার মাথার চাঁদ,

দিচ্ছে রোদে দারুণ স্বাদ।

ভুড়িটি তোমার ফুটবল যেন,

ভেতরে শুধু বিরিয়ানি কেন?

পকেটে তোমার বিশাল তালা,

কৃপণতায় তুমি সবার সেরা শালা!"

​মামা রাগে লাল হয়ে চিৎকার করে বললেন, "রনি! এটা রোবট না কি জ্যান্ত শয়তান? ও আমাকে 'শালা' বলল কেন?"

​রনি অপ্রস্তুত হয়ে রোবটটিকে চার্জ থেকে খুলে ফেলল। কিন্তু রোবটটি বন্ধ হওয়ার আগে শেষবার বলে উঠল, "মামা, ছন্দ মেলাতে গিয়ে মাঝেমধ্যে সত্যটা একটু বেশিই বেরিয়ে আসে!"

​সেই থেকে রনির বাড়িতে মেজো মামার আসা চিরতরে বন্ধ হয়ে গেল, আর রোবটটি এখন রনির একাকীত্বের একমাত্র বিনোদন।

Comments

    Please login to post comment. Login