মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস স্মৃতিকথা লেখার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৪ জুন) তিনি তার ব্লগ গেটস নোটসে এই তথ্য প্রকাশ করেছেন।
‘সোর্স কোড: মাই বিগিনিংস’ নামের বইটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে।
এই বইতে সিয়াটলে তার শৈশব থেকে ইউনিভার্সিটিতে পড়া পর্যন্ত সময়কালকে তুলে ধরা হবে। গেটস ১৯৭৫ সালে ২০ বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটি ছেড়ে চলে যান। ঠিক তার আগে তিনি এবং তার বন্ধু পল অ্যালেন একটি কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কাজ করেন যা পরবর্তীতে মাইক্রোসফট হয়ে ওঠে।
এদিকে সৃতিকথা নিয়ে বিল গেটস বলেছেন, আমি আমার নতুন বই ‘সোর্স কোড’ এর ঘোষণা দিতে পেরে আনন্দিত। এটি আগামী ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে। এই বইটি আমার শৈশবকাল থেকে কলেজ ছেড়ে দেওয়া, পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট শুরু করার সিদ্ধান্তের মাধ্যমে আমার প্রাথমিক বছরগুলোর স্মৃতিকথা।
সূত্র: দ্য গার্ডিয়ান