সম্প্রতি মুসলিম পুরুষের বহু বিবাহ সম্পর্কিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় বিয়ে করতে আর প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন পড়বে নাঃ হাইকোর্টের রায় মর্মে ফটো কার্ড বিভিন্ন সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং সেটি পরবর্তীতে বিভিন্নজন দেদারসে শেয়ার করছে। ২০২১ সালে দায়েরকৃত একটি রিট পিটিশনের রায়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতবছর অগাস্টে এ রায় দেন এবং ডিসেম্বরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এটি উল্লেখ করেছেন বলে সংবাদে বলা হয়েছে।