Posts

গল্প

গাধার বুদ্ধিতে জীবনের শিক্ষা ১

January 17, 2026

Md. Robiul islam

29
View

 গাধার বুদ্ধিতে জীবনের শিক্ষা পার্ট ১

এক গ্রামে এক চতুর কিন্তু অলস চাষি বাস করত। তার ছিল একটি বুড়ো গাধা। গাধাটি দীর্ঘ বছর ধরে চাষিকে সেবা দিয়ে আসছে, কিন্তু বয়সের ভারে সে এখন কিছুটা ধীরগতির হয়ে পড়েছে। একদিন ভুলবশত গাধাটি চাষিদের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত গভীর কুয়োর মধ্যে পড়ে গেল।কুয়োটি অনেক গভীর ছিল এবং গাধাটি প্রাণভয়ে চিৎকার করতে লাগল। চাষি দৌড়ে এসে দেখল গাধাটিকে উদ্ধার করা প্রায় অসম্ভব। সে ভাবল, গাধাটা তো বুড়ো হয়ে গেছে, আর কুয়োটাও ভরাট করা দরকার। খামোখা একে তোলার জন্য এত খাটাখাটনি করার মানে হয় না।চাষি তার প্রতিবেশীদের ডাকল এবং সবাই মিলে ঠিক করল তারা কুয়োটি মাটি দিয়ে ভরাট করে দেবে। এতে গাধাটিও মাটিচাপা পড়বে এবং কুয়োটিও বন্ধ হবে। 

অপ্রত্যাশিত মোড় 

সবাই কোদাল দিয়ে কুয়োর ভেতরে মাটি ফেলতে শুরু করল। গাধাটি যখন বুঝতে পারল তার সাথে কী ঘটছে, সে প্রথমে প্রচণ্ড চিৎকার শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর সে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। চাষি কৌতূহলবশত কুয়োর ভেতর উঁকি দিল এবং যা দেখল তাতে তার চোখ কপালে উঠল প্রতিবার যখন উপর থেকে এক কোদাল মাটি গাধার পিঠের ওপর পড়ছে, গাধাটি একটি অদ্ভুত কাজ করছে। সে তার গা ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং সেই মাটির স্তূপের ওপর এক পা দিয়ে ওপরে উঠে দাঁড়াচ্ছে।এভাবে যতবার মাটি ফেলা হচ্ছে, গাধাটি ততবার গা ঝাড়া দিচ্ছে আর এক ধাপ ওপরে উঠছে। কিছুক্ষণের মধ্যেই গাধাটি কুয়োর মুখে চলে এল এবং লাফ দিয়ে বাইরে বেরিয়ে এল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আর গাধাটি মনের সুখে ঘাস খেতে শুরু করল।

Comments

    Please login to post comment. Login

  • Delta 1 week ago

    Valo golpo but narration k r ektu catchy kora jeto