মাঝে মাঝে খুবই আন্দোলিত হই এই ভেবে যে, এই একই পৃথিবীতে "আমি আর সত্যজিত" একসাথে শ্বাস নিয়েছিলাম; তাও একই সময়ে! তাও খুব বেশি দূরের দেশে না, এই পাশেই! ৯২ এ তিনি চলে গেছেন। একটি ৪ বছরের শিশুর সত্যজিত বোঝার কথা না, দরকারও নাই। কিন্তু "একই সময়ে বর্তমান" থাকতে তাতে কোন অসুবিধা হয়নাই! অসুবিধা হচ্ছে; "সত্যজিৎ" বুঝতে বুঝতে তিনি "অতীত"! আরও সমস্যা হচ্ছে এই এখন কত দারুণ প্রাণ একই সাথে শ্বাস নিচ্ছি, তাঁদের খবরও তো রাখছি কই!
সত্যজিত কে উৎসর্গ করে গান তৈরি, সিনেমা তৈরি চলছে, চলবে।
গানের মাঝে কবির সুমন আর অঞ্জন দত্তের এই গানটা (লিংক কমেন্টে) আমার খুবই ভালো লাগে। গানটা সম্ভবত সত্যজিতের প্রয়াণের বছরেই তৈরি হয়েছিল।
কী দারুণ তৈরি!
আরও একটা দারুণ ব্যাপার হচ্ছে, একই রকম হুমায়ূনকে নিয়ে একটা গান তৈরি করেছিলেন চমক হাসান (এই লিংকও কমেন্ট)। মজার ব্যাপার হচ্ছে এই গানটা হয়ত সত্যজিতের গানটা থেকে অনুপ্রাণিত, কিন্তু আমি এইটাই আগে শুনেছি। অসংখ্যবার শুনেছি। আপনারাও শুনতে পারেন।
মানুষ তার জীবনে "যা কিছু"কে গুরুত্ব দেয় তার চারপাশ তাই নিয়েই তৈরি হয়। আমি চেয়েছি আমার আমাদের চারপাশে সত্যজিৎ থাকুক! আপনার জীবনও সত্যজিৎময় হোক!
আঁকাআঁকির খুব চেষ্টা মনে মনে থাকলেও সেটা বাস্তবে এগোয় না। এই সত্যজিতের ছবিটা অধমের "ঘুম ভেংগে দুম করে" আঁকা!
প্রণাম সত্যজিৎ
https://open.spotify.com/track/359MWQl5ctZiDRGDc9Oc0t?si=hfxzfl6nTi24alpCR4K6Nw%0A
https://open.spotify.com/track/6dsRLD8zjkoqJpPEmjUu4o?si=vBkfgSJnQvi8g8yMlsDKYQ%0A