ক্যাম্পাস-প্রেম,পর্ব২১
হুমায়ূন কবীর
01750 916986
ও, তাহলে এই ছেলেটির নাম হ্যাটট্রিক। স্কিন জিন্স। হাফহাতা গেঞ্জি, পায়ে উঁচু স্যান্ডেল। রসমিনের সাথে এর কিসের সম্পর্ক? রাসমিন আর হ্যাটট্রিক কথা বলে যাচ্ছে ঝড়ের বেগে। আমি এখানে থার্ড পারসন। যেন আমি কেউ নই। এখানে নেই, কখনো ছিলামও না। একে অপরের হাত ধরে হ্যান্ডসেক করেই যাচ্ছে। ছড়াছাড়ির নাম পর্যন্ত নেই। আমি অগত্য হাত বাড়িয়ে দিলাম -
- পরিচিত হই, আমি তুষার।
- আমি হ্যাটট্রিক, রাসমিনের বন্ধু, বুয়েটে পড়ি।
রাসমিন আমার সম্পর্কে কিছুই বলল না, আমিও আর কথা বাড়ালাম না। তারপর রাসমিন আবার হ্যাটট্রিক নিয়ে মেতে উঠলো- যশোরে কেন?
হ্যাটট্রিক - যশোরে খড়কি আমার নানি বাড়ি। তুমি যশোরে কেন? ও তোমার বাড়ি তো যশোর।
রাসমিন- হ্যাঁ, পাশেই সাতমাইল।
হ্যাটট্রিক - চলো আমার নানি বাড়ি যাই।
রাসমিন- না, চলো আমাদের বাড়িতে।
কথা বলতে বলতে রিকশা এসে গেল। রিক্সাওয়ালা আমার কাছে জানতে চাইলো, কোথায় যাবেন?
কষ্ট,রাগ, ক্ষোভ মনের গভীরে চেপে রেখে বললাম- কোথাও না।
হ্যাটট্রিক লাফ দিয়ে রিকশায় উঠে বসলো। তারপর রাসমিনকে টেনে তুললো।রাসমিনও হাসতে হাসতে হ্যাটট্রিকের পাশে বসলো। আমার সাথে একটিও কথা বলল না। যেন আমি কেউ না।রাসমিন আমাকে চেনে না। কোনোদিন দেখেওনি।তারা খড়কির দিকে চলে গেল। আমি কাঁটা কলা গাছের মতো ধপাস করে পাশের বেঞ্চের উপর বসে পড়লাম। কানে তখনও রাসমিন- হ্যাট্রিকের খুশি খুশি হাসির ধাক্কা এসে লাগছে। হ্যাটট্রিক তার একটি হাত রাসমিনের ঘাড়ের উপর দিয়ে রেখেছে। রিক্সা খড়কির দিকে চলে যাচ্ছে।