"কল্পনা করুন তো, একদিন সকালে উঠে দেখলেন কেউ আপনাকে চিনতে পারছে না। আপনার নাম, আপনার পরিচয়, এমনকি আপনার ছায়াটাও যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অস্তিত্বের এই চরম সংকটে নীল খুঁজে পায় এক রহস্যময় পথ। যেখানে হারানো স্মৃতির মেলায় নিজের আসল পরিচয় খুঁজতে হয়। আপনি কি তৈরি 'শূন্যের ওপিঠে' লুকিয়ে থাকা সেই সত্যের মুখোমুখি হতে? এক অসাধারণ মনস্তাত্ত্বিক ও রহস্যময় সফর নিয়ে আসছে— শূণ্যের ওপিঠে লেখা নাম।"