বিকেল বেলা তুলি ভালো করে গ্ৰামের পরিবেশ টা পলাশ কে দেখাচ্ছে। সত্যি গ্ৰাম টা খুব সুন্দর। পলাশ বিকেল বেলার মনোরম দৃশ্য গুলো দেখে বলল,,,,
সত্যি গ্ৰাম টা অনেক সুন্দর।
কিছু পথ যাওয়ার পর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে তুলি বলল,,,"ভাইয়া তুমি একটু দাঁড়াও আমি আসছি।
এই বলে তুলি বাড়িটার ভিতরে ঢুকে গেলো আর পলাশ ওখানের চারপাশটা এক পলক চোখ বুলিয়ে নেয়।
কিছুক্ষণ পর তুলি ফিরে আসে। এতোক্ষণে সন্ধা ঘনিয়ে যায়,তাই ওরা বাড়িতে চলে আসে।
সকালে পলাশ ঘুম থেকে উঠার আগেই তুলি স্কুলে চলে যায়। পলাশ নাস্তা সেরে নিয়ে কিছুক্ষণ তার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে।
দুপুরের খাবারের পর হালকা ভাতঘুম দেয়। বেলা শেষের দিকে। পলাশ বিছানায় বসে জানালার দিকে তাকাতেই দেখে তুলির সাথে একটা মেয়ে তার পড়ার রুমে বসে আছে। কিন্তু মেয়েটার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না তাই পলাশ একটু এগিয়ে যায়।।
পলাশ একটু অবাক হয়, এতো সেই মেয়েটা। সামনে দাঁড়িয়ে বললো""আপনি এখানে?
পদ্ম স্বাভাবিক ভাবেই উওর দেয়,"জী, আমি।
তুলি: তোমরা দুজনে আগের পরিচিত?
পলাশ: একটু একটু।
তুলি বললো,আপু উনি আমার মামাতো ভাই।
পদ্ম:"আমি জানি,আজ এটাই থাক ,, সন্ধ্যার আগে আগে বাড়ী ফিরতে হবে। তুমি হোম ওয়ার্ক গুলো কমপ্লিট করে রেখো।
“”জী রাখবো""
পদ্ম বাড়ির দিকে রওয়ানা হলো। পলাশ তার সাথে সাথে চললো।
পলাশ:""অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
পদ্ম:"আমি এমন কিছু করিনি তাই এতো বার করে ধন্যবাদ দিতে হবে না।
পলাশ:"আপনার নাম টা খুব সুন্দর।
পদ্ম:"সবাই বলে, আর বেশি দূরে আসলে বাড়িতে ফিরতে হবে না আপনার। রাস্তায় রাত কাটাতে হবে।
পলাশ কিছুটা লজ্জা পেয়ে বলল না আজ আর অসুবিধা হবে না।
এরপর পদ্ম প্রতিদিন বিকেলে তুলিকে পড়াতে আসে। একটু একটু দু'জনের মধ্যে কথা হয়।
একদিন জরুরি কাজে পলাশ শহরে চলে যায়।
কিছুদিন না দেখতে পেয়ে পদ্ম তুলি কে জিজ্ঞেস করে জানতে পারে পলাশ চলে গেছে।
পদ্ম বুঝতে পারে, কোনো কাজে মনোযোগ দিতে পারছেনা।রাত জেগে থাকে, চোখে মুখে কেমন জানি আনমনা ভাব। এমন কিছু আগে হয়নি, তবে কি সে পলাশ কে,,,,,,?
কিন্তু সেটা তো আর সম্ভব না। কোথায় পলাশ আর কোথায় সে,, তবু ভাবনা টা খুব গভীর।
চলবে 💫 💫