"ভিড়ের মাঝে কোনো অচেনা মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় কি আপনার মনে হয়েছে—এই ঘ্রাণটা আমার কত চেনা? ঠিক এমন এক রহস্যের জালে জড়িয়ে পড়ে আকাশ। এক পরিত্যক্ত বাড়ি, এক অশরীরী ছায়া আর এক শতাব্দী প্রাচীন প্রেম। কেন এক অচেনা নারী তাকে তাড়া করে ফেরে সেই অদ্ভুত গন্ধ হয়ে? এটি কেবল এক রহস্য নয়, এটি স্মৃতির আড়ালে লুকিয়ে থাকা এক চিরন্তন সত্যের গল্প। আসছে— অচেনা মানুষের চেনা ঘ্রাণ।"