Posts

নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে বইয়ের জাহাজের ব্যতিক্রমী প্রদর্শনী

June 7, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image

বই নিয়ে একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে বইয়ের জাহাজ নামের অনলাইনভিত্তিক একটি প্লাটফর্ম। ‘প্যারাডাইস অ্যান্ড পেপারস: লেট দেয়ার বি বুকস’ নামের প্রদর্শনীটি বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে চলছে।    

বইয়ের জাহাজের প্রদর্শনীতে বেশ কিছু দুর্লভ, বর্ণিল ও বিশেষ সংস্করণের বইয়ের পসরা রয়েছে। এছাড়া বিভিন্ন মহাদেশের সংগ্রহযোগ্য মুখোশ, ব্রোঞ্জের ভাস্কর্য, দাবার বোর্ডও রাখা হয়েছে। প্রদর্শনীতে দেখার পাশাপাশি, সীমিত আকারে কেনার সুযোগও থাকবে।

প্রদর্শনীটি ৭ এবং ৮ জুন সকাল ১০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত চলবে। 

এটি সকলের জন্য উন্মুক্ত। 

Comments

    Please login to post comment. Login