বই নিয়ে একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে বইয়ের জাহাজ নামের অনলাইনভিত্তিক একটি প্লাটফর্ম। ‘প্যারাডাইস অ্যান্ড পেপারস: লেট দেয়ার বি বুকস’ নামের প্রদর্শনীটি বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে চলছে।
বইয়ের জাহাজের প্রদর্শনীতে বেশ কিছু দুর্লভ, বর্ণিল ও বিশেষ সংস্করণের বইয়ের পসরা রয়েছে। এছাড়া বিভিন্ন মহাদেশের সংগ্রহযোগ্য মুখোশ, ব্রোঞ্জের ভাস্কর্য, দাবার বোর্ডও রাখা হয়েছে। প্রদর্শনীতে দেখার পাশাপাশি, সীমিত আকারে কেনার সুযোগও থাকবে।
প্রদর্শনীটি ৭ এবং ৮ জুন সকাল ১০ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত চলবে।
এটি সকলের জন্য উন্মুক্ত।