Posts

কবিতা

আলো-আঁধারের সনেট

January 20, 2026

Soumya Acharjee

Original Author সৌম্য আচার্য্য

14
View

​💎 আলো-আঁধারের সনেট 💎
        সৌম্য আচার্য্য

কালের খেলায় পদচিহ্ন মুছে যায় যত,

সমাজের কাছে মোরা ঋণী নিরন্তর,

কর্মযোগেই খুঁজে ফেরে জীবনাব্রত,

স্রষ্টার সৃষ্টি মাঝে বাঁচুক এ অন্তর।

​ রুটি-রোজগারের বিদ্যা শুধু লক্ষ্য নয়,

চুরি-অত্যাচারে দেশ আজ ক্ষতবিক্ষত,

এ দারিদ্র্য মাঝে আমাদেরই পরাজয়,

বঞ্চিতের প্রতি চোখ হোক সমর্পিত।

​সহানুভূতি ভরে হাতটি বাড়াও তবে,

সেবাই মনুষ্যকে মহৎ করিয়া তোলে,

স্বার্থের ঊর্ধ্বে যেই মানুষ বাঁচে রবে,

মনুষ্যত্বের বীজ হৃদয়ে সে-ই তো বোলে।

​প্রকৃত মানুষ সে-ই—যে আলোর যাত্রী,

কালের সীমা সে-ই লঙিখে দিন-রাত্রি।

Comments

    Please login to post comment. Login