Posts

গল্প

গাধার বুদ্ধিতে জীবনের শিক্ষা পার্ট২

January 20, 2026

Md. Robiul islam

15
View

অপ্রত্যাশিত মোড় 

সবাই কোদাল দিয়ে কুয়োর ভেতরে মাটি ফেলতে শুরু করল। গাধাটি যখন বুঝতে পারল তার সাথে কী ঘটছে, সে প্রথমে প্রচণ্ড চিৎকার শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর সে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। চাষি কৌতূহলবশত কুয়োর ভেতর উঁকি দিল এবং যা দেখল তাতে তার চোখ কপালে উঠল! প্রতিবার যখন উপর থেকে এক কোদাল মাটি গাধার পিঠের ওপর পড়ছে, গাধাটি একটি অদ্ভুত কাজ করছে। সে তার গা ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং সেই মাটির স্তূপের ওপর এক পা দিয়ে ওপরে উঠে দাঁড়াচ্ছে।এভাবে যতবার মাটি ফেলা হচ্ছে, গাধাটি ততবার গা ঝাড়া  দিচ্ছে আর এক ধাপ ওপরে উঠছে। কিছুক্ষণের মধ্যেই গাধাটি কুয়োর মুখে চলে এল এবং লাফ দিয়ে বাইরে বেরিয়ে এল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আর গাধাটি মনের সুখে ঘাস খেতে শুরু করল।

Comments

    Please login to post comment. Login