Posts

উপন্যাস

""অবুঝ প্রেম"" পর্ব _৪

January 20, 2026

Kamrun Nahar

13
View

সব নীরবতা মানে থেমে যাওয়া নয় বরং হাজার প্রশ্নের অবাধ বিচরণ 💖 💖 

পদ্ম তাকিয়ে আছে, রাগ না আবার হাসি ও না _ একটা মিশ্র দৃষ্টিতে।।

পলাশ:""আপনি তাকালে আমি থেমে যাই,

         শব্দরা সাহস পায় না কাছে আসতে।

পদ্মের পা দুটো ভারী, মুখে অনিচ্ছার ভাব কিন্তু ভেতরে কোথাও এক ফোঁটা অজানা কৌতুহল,,,,!!

পদ্মের চোখের ভাষা বুঝতে দেরি হয়নি পলাশের।

চোখের দিকে তাকালেই প্রশ্ন।

পদ্ম যেন বলতে চায় “”আপনি থাকলেই কেনো সব জটিল কে সহজ মনে হয় ?

কিন্তু বলা হয়নি।

আর সে শুনতে চেয়েছিলো_ এই কাছাকাছি থাকা কি কেবলই নীরবতা?

বিকেলের আলো ধীরে নরম হয়ে এলো।

দূরত্ব তখনো ছাড়েনি,,,,

কিন্তু দুজনের মাঝখানে আর শূন্যতা ছিল না।।

দু'জনেই চুপ ছিল, তবু সেই চুপচাপের ভেতরেই কথা হচ্ছিলো সবচেয়ে বেশি।

নীরবতা আর শান্ত ছিল না।

এটা ভারী_ ঠিক যেন বুকের ভেতর জমে থাকা কথার মতো।

দু'জনেই বুঝে গেছে। 

এটা শুধু কৌতুহল নয়,

পাশাপাশি থাকার তীব্র আকাঙ্ক্ষা।।

নীরবতা ভেঙে পলাশ বলে উঠলো “”" আমি জানিনা শেষটা কোথায় কিন্তু এই পথ আপনাকে ছাড়া ভাবতে পারছিনা।।

পদ্ম এবার একটু সাহস নিয়ে পলাশের চোখে চোখ রেখে,,,,।

পদ্ম:"" আপনাকে এভাবে চাইতে ভীষণ ভয় লাগে।

পলাশ:"" টুকরো টুকরো হাসি দিয়ে বলল _ কেন?

পদ্ম:""( কন্ঠটা কেঁপে উঠলো)"" একবার চাইলে আর অস্বীকার করতে পারবোনা।

দূরত্ব এখনো আছে।

কিন্তু এই দূরত্বটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে । কারণ আর এক কদম এগোলেই, ফিরে আসার পথটা সহজ হবে না।।

হাওয়ার সঙ্গে বিকেলের আলো টা নড়ে উঠলো।

দু'জনের মাঝখানে তখন আর কোনো প্রশ্ন ছিল না __ ছিল একটা গভীর বিশ্বাস,,,,,,,,, চলবে 💫 💫 

Comments

    Please login to post comment. Login