জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম সাখাওয়াত উল্লাহ, যিনি সাখাওয়াত টিপু নামে পরিচিত। এ বিষয়ে ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত আফসানা বেগমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আফসানা বেগম, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করা হলো।
আফসানা বেগম গণমাধ্যমে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি এই প্রজ্ঞাপনের বিষয়ে জানতে পারেন। এর আগে সোমবার চার দিনের প্রশিক্ষণের জন্য তিনি কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে কক্সবাজারে যান। বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। কিন্তু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর বুধবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি।
তিনি বলেন, আমাকে কী কারণে বাদ দেওয়া হলো তা জানি না। এটি আমার জন্য আকস্মিক ছিল। আমি আমার দায়িত্বকালে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। তবে সরকার যেহেতু আমার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
এদিকে অপর একটি প্রজ্ঞাপনে সাখাওয়াত টিপুকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।