Posts

পোস্ট

কথা র সঙ্গী

January 24, 2026

Rezwana Roji

8
View

একজন কথা বলার সঙ্গী থাকা মানে জীবনে অনেক বড় মূল্যবান কিছু পাওয়া, যেখানে কথার রাশিমালা আছে, জীবন সেখানে অনেক বেশিই রঙ্গিন।

জানেন তো ,,,

মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় কথার অভাবে, 

একটা সময় আসে,,,

যখন চারপাশে শত মানুষ , কিন্তু মন খুলে কথা বলার এক জনও নেই,

তখন নীরবতাগুলো ভিড় করে চারপাশে, হাসির আড়ালে জমা হয় একাকীত্ব,, ঘিরে ধরে একরাশ শূন্যতারা,,

প্রাণশূন্য হয়ে পড়ে দেহটা, ধীরে ধীরে অনুভবের জায়গাটাও যেন হারিয়ে ফেলে প্রাণ,,

তখন বেঁচে থাকাটা হয়ে যায় শুধুমাত্র অভ্যাস,

মানুষের জীবনে টাকা পয়সা বা খ্যাতি কখনোই বড় অর্জন হতে পারে না, মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন যা,,

তা হল একজন সত্যিকারের সঙ্গী,,, একজন কথা বলার সঙ্গী,,

যে শুনবে ,,,  কিন্তু কোন অভিযোগ নয়,,

যে বুঝবে অনুভূতি নিয়ে, আমার না বলা কথা গুলো,,

যার জীবনে এমন একজন মানুষ থাকে, তার দুঃখ কষ্ট গুলো যেন হাওয়ায় বিলীন হয়ে যায়, 

জীবন হয়ে ওঠে প্রাঞ্জল,


 

Comments

    Please login to post comment. Login