
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীন এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: অনির্দিষ্ট
আবেদনে বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর
শিক্ষাগত যোগ্যতা
আর্মি মেডিক্যাল কোর (পুরুষ/মহিলা): এমবিবিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ)। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৯ (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ-৪.৫–এর কম নয়)।
আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা): বিডিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ)। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ-৯ (তবে যেকোনো পরীক্ষায় জিপিএ-৪.৫–এর কম নয়)।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।