"যেসব চিঠি ঠিকানা খুঁজে পায় না, তাদের কি কোনো শেষ গন্তব্য থাকে? ডাকপিয়ন আর্য এমন এক রহস্যময় চিঠির পিছু ধাওয়া করে, যার কোনো প্রেরক নেই, প্রাপকও অজানা। এক নিরুদ্দেশ যাত্রা তাকে নিয়ে যায় জীবনের অপ্রত্যাশিত মোড়ে, অচেনা মানুষের ভীড়ে। কিন্তু এই উড়ো চিঠির আসল রহস্য কি? সে কি একজন হারিয়ে যাওয়া মানুষ, নাকি তার নিজেরই কোনো ভুলে যাওয়া সত্তা? অজানার প্রতি মানুষের তীব্র আগ্রহ, স্মৃতি আর আত্ম-অনুসন্ধানের এক মনস্তাত্ত্বিক সফর— উড়ো চিঠির শেষ গন্তব্য।"