এখানে রাত অন্ধকারের জন্য পরিচিত
দিন দিনাতিপাতের মাঝেই সীমিত।
জীবন জীবিকার ভার নিয়ে নিশ্চল
সুষমার ভাবনা সুদূর, অচল।
কবি জ্যোছনাকে পণ্য করে
আদুলি দিয়ে পকেট ভরে।
আর্ট কলেজের ডিঙি পেরিয়ে ছাত্রটা এগিয়ে যায়,
রাস্তা পেরিয়ে ঢুকে যায় বিজ্ঞাপনী সংস্থায়।
87
View