পোস্টস

গল্প

চিৎকার (প্রিমিয়াম)

৭ জুন ২০২৪

পার্থসারথি

শিশু, মা, বাবা তিনজনকেই পিপিই দ্বারা সুরক্ষিত করা হলো চিরবিদায়ের জন্য মহামিলনের প্রত্যাশায়। শিশুটিকে ধরে মায়ের গালে গাল ছুঁয়ে দিল। আশ্চর্য, কান্নার চিৎকার থামিয়ে ছলছল চোখে তাকিয়ে রইল। কেউ চোখের জল ধরে রাখতে পারেনি। এই সবচেয়ে ছোট সাক্ষাৎ আর দীর্ঘতম শাস্তির মুহূর্তে। মা মৌমিতা কষ্টের সিঁড়ি বেয়ে যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর শিশুটি চিৎকারে নাড়িয়ে দিচ্ছে মানুষের ভেতর ঘুমিয়ে থাকা দুষ্ট প্রেতাত্মার আবাসভূমিকে। চিৎকার ক্রমশঃ ছড়িয়ে পড়ছে বাংলাদেশের প্রতিটি কোণায় কোণায়। এই প্রতিধ্বনি বিশ্বের বুকে ধ্রুপদি নৃত্যে দাপিয়ে বেড়াচ্ছে। জানান দিচ্ছে মানবিকতার ঠুনকো অহংকারের দেবদূতকে।...

এটি একটি প্রিমিয়াম পোস্ট।