ইতিহাস বদলে দেওয়ার সম্ভাবনা নেই আর
ইচ্ছেও খুব একটা নেই ইতিহাস হবার;
ইতিহাস সেতো অতীতের সহজিয়া কড়চা
খুঁজে নিলে নেবো শুধু শিখনটাই সেথায়।
তারচেয়ে চাই আলোকোজ্জ্বল বর্তমান
আলোকবর্ষ পেরোনো কোয়ান্টামের নৃত্যে;
প্রচলিত জীবনাচারের স্বীকার্যসব বদলে
ভবিষ্যতে অনুকল্পসব পরিণত হোক সূত্রে।
অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিতে নিজেকে বেচে
কী লাভ আছে ভাবি স্বকীয়তা হারিয়ে?
এরচেয়ে ঢের ভালো জীবনযুদ্ধে লড়া
নিজের মতো করে - এইতো বেশ আছি।
এভাবেই না হয় বাঁচি!!!